Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭: রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপরে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ (বুধবার/১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ওই গাড়িতে আগুন লাগে। তবে কী আগুনের সূত্রপাত বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুন নেভানোর কাজ চলছে। গাড়ীতে যাত্রী ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা তাড়াহুড়ো করে নেমে যান। এ ঘটনায় কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।