খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭: থার্টিফার্স্ট উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, থার্টিফার্স্টে (৩১ ডিসেম্বর) রাত ৮টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারা আবাসিক এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।
এছাড়া, সন্ধ্যার পর শহরের সকল বার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।