Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

লটারি পদ্ধতিতে প্রথম শ্রেণিতে ভর্তি বিড়ম্বনাখােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭: ঢাকার সরকারি স্কুলগুলোতে চলছে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি। এতে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে শিক্ষার্থী। অভিভাবকদের অনেকেই এই পদ্ধতিকে স্বাগত জানালেও অনেকেই বলছেন, এতে শিশুদের মেধার যাচাই হচ্ছে না। ফলে অনেক মেধাবিই ভাগ্যের বিড়ম্বনায় হারাচ্ছে ভর্তি সুযোগ। সূত্র- ডিবিসি নিউজ

লটারির বাক্স থেকে যার নাম বের হবে, কেবল তারাই ভর্তি হবে স্কুলে। এতে কেউ ভর্তির সুযোগ পাচ্ছে আবার বাদ পড়ে যাচ্ছে অনেকেই।

লটারি পদ্ধতিতে অভিভাবকদের সুবিধা হয়েছে জানিয়ে তারা বলেন, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগে লিখিত পরীক্ষায় বসতে হতো শিশুদের। তাই নিয়ে  আমাদের ছোটাছুটি করতে হতো। সেই টানাটানির দিন শেষ হয়ে এসেছে লটারি পদ্ধতি চালু করায়।

কিন্তু অনেক অভিভাবকই বলেন, ভর্তি পরীক্ষার পুরোনো পদ্ধতিই ভালো ছিল। কারণ নতুন নিয়মের মাধ্যমে মেধা যাচাই হচ্ছে না।

স্কুলের শিক্ষকরা বলেন, যারা সুযোগ পাচ্ছে না, তাদের জন্য খারাপ লাগলেও নিয়মের বাইরে কিছু করার নেই আমাদের।

তবে ভর্তি পরীক্ষার এই লটারি পদ্ধতিকে আরো সুশৃঙ্খল দেখতে চান অভিভাবকরা।