Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ডাবল সেঞ্চুরি ৭টি। পাঁচজন খেলোয়াড় ৭টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে ৩টিই করেছেন ভারতের রোহিত শর্মা।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। তার অনবদ্য ২০৮ রানে ভর করে ভারত করে ৩৯২ রান। আর জয় পায় ১৪১ রানে। ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন আজকের ডাবল সেঞ্চুরিটি তার স্ত্রীকে বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে দিয়েছেন।

বুধবার  ছিল রোহিত ও রিতিকার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আজকের এই ডাবল সেঞ্চুরিটি বিবাহ বার্ষিকীতে আমার স্ত্রীর জন্য উপহার। আমি খুশি যে আজকের এই বিশেষ দিনটিতে আমার স্ত্রীও আমার সঙ্গে এখানে আছে। আমি জানি সে আমার দেওয়া এমন উপহার খুবই পছন্দ করেছে। সে আমাকে নানাভাবে শক্তি যোগাচ্ছে। সে সব সময় আমাকে সমর্থন দিয়ে এসেছে। আমি এই পেশায় আছি বলে তাকে অনেক চাপের মধ্যে থাকতে হয়। কিন্তু সে যখন পাশে থাকে তখন বিশেষ কিছু মনে হয়।’

তিনি আরো বলেন, ‘তৃতীয় ডাবল সেঞ্চুরির চেয়েও বেশি আনন্দের বিষয় হল আজ আমরা ম্যাচটি জিতেছি। ভালো কিছু করতে আমরা বদ্ধ পরিকর ছিলাম।’

সূত্র : রাইজিং বিডি