খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বব্যাপী টানটান উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনার উত্তাপ ছড়িয়ে পড়ে ফিফা র্যাঙ্কিংয়ের ১৯২তে থাকা বাংলাদেশেও।দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে দেশের প্রায় প্রতিটি অলিগলিই পরিণত হয় উৎসবের নগরে। যার শুরুটা ফিফা বিশ্বকাপের ট্রফি আগমনের মধ্য দিয়ে।
বিশ্বকাপের উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রতি আসরেই ট্রফি বিশ্ব ভ্রমণ করত। তবে এবার শুধু রাশিয়ার বড় ২৫টি শহরেই প্রদর্শন করা হবে ফিফা বিশ্বকাপ ট্রফি। ফলে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তরা সুযোগ হারাচ্ছে সামনে থেকে এক নজর ট্রফিটি দেখার। তবে গেল আসরের তুলনায় এবার বাংলাদেশের সমর্থকরা টিকিট কিনতে পারবে কিছুটা বেশি। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।
এর আগে প্রায় প্রতিটি বিশ্বকাপের আগেই এই ট্রফিটি ঘুরে গেছে বাংলাদেশে। এবারও যেন সেই অপেক্ষাতেই ছিলো দেশের ফুটবল ভক্তরা। তবে আসন্ন রাশিয়া বিশ্বকাপে সে ধারা থেকে সরে এসেছে ফিফা। বিশ্বকাপ ট্রফি এবার আর বের হচ্ছে না বিশ্ব ভ্রমণে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, প্রতিবার বিশ্বকাপ ট্রফি বিভিন্ন দেশে ঘুরলেও এবার আর ট্রফিটি রাশিয়ার বাইরে ঘুরছে না। আমাদের কাছেও এমন কোনো চিঠি দেয়া হয়নি। রাশিয়ার ২৫টি শহরে ঘুরে ট্রফিটি রাশিয়ার মস্কোতে গিয়ে থামবে।
তবে সুসংবাদও রয়েছে। প্রতিটি আসরের ন্যায় এবারো প্রায় শ’দুয়েকের বেশি টিকেট পাচ্ছে বাফুফে। তবে তার জন্য আপনাকে গুণতে হবে ম্যাচ ভিত্তিতে প্রায় ১৮শ টাকা থেকে ৯২ হাজার ৪শ টাকার মতো। সঙ্গে আছে নানান যদি কিন্তুর সমীকরণ।
নাঈম বলেন, যতগুলো টিকেট পাওয়া যাবে সেগুলো আগ্রহীদের মাঝে বিতরণ করা হবে। খেলা দেখতে যেতে ইচ্ছুকদের সকল ধরনের সহায়তাও করা হবে আমাদের পক্ষ থেকে। গেল ব্রাজিল বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপের আগে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে নন পার্টিসিপেন্ট দেশ হওয়ায় সেখানে আপাতদৃষ্টিকে থাকছে না কোনো ভূমিকা। গোল