Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুশ্রী হতে মোদির খাবারে প্রতিদিন চার লাখ টাকার মাশরুম!খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুশ্রী হওয়ার জন্য প্রতিদিন চার লাখ টাকার মাশরুম খেয়ে থাকেন বলে মন্তব্য করেছেন গুজরাটের ওবিসি নেতা আল্পেস ঠাকুর।
মঙ্গলবার ভারতের পাতান জেলার রাধানপুরের এক জনসভায় এ মন্তব্য করেন আল্পেস।
আল্পেস বলেন, কয়েক বছর আগেও তিনি ‘‌কালো’‌ ছিলেন। কিন্তু এখন আর তিনি কালো নেই ফর্সা হয়ে গেছেন। ফর্সা হওয়ার জন্য তিনি তাইওয়ান থেকে মাশরুম এনে খান। আর তাতেই মোদির ত্বকের উজ্জলতা বেড়েছে বলে জানান আল্পেস।
আল্পেস বলেন, প্রধানমন্ত্রী মোদি প্রতিদিন পাঁচ রকমের পাঁচটি মাশরুম খান।যার এক একটি মাশরুমের দাম ৮০ হাজার টাকা।
মোদির প্রতি ব্যঙ্গোকিত করে আল্পেস বলেন, তিনি আগে আমার মতোই কালো ছিলেন। এখন আমদানি করা মাশরুম খেয়ে সুন্দর ত্বক পেয়েছেন। সুত্র:অনলাইন/আওয়ার ইসসলাম