খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: নিউ-জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতাদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে আটক করা হলেও বৃহস্পতিবার সকালে এক খুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসির) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটক নিউ-জেএমবির প্রতিষ্ঠাতার নাম আবদুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক। এ ছাড়া আরো দুজনকে আটকের তথ্য দিয়ে সিটিটিসি দাবি করেছে, তাদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলিসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে ওই দুই জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
সূত্র: এনটিভি