খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শহীদদের ও বঙ্গবন্ধুর স্বপ্নকে সামনে রেখে আমাদেরকে পথ চলতে হবে। দেশের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের বদলে জাতীয় ও জনগণের স্বার্থে শহীদদের স্বপ্নকে সামনে রেখে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তরুণ সমাজকে এটা বুঝতে হবে। তাদের মধ্য থেকে সেই শক্তি গড়ে উঠবে। ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ঐক্যের প্রয়োজন।
ড. কামাল হোসেন আরও বলেন, আমরা ৭ মার্চের মঞ্চে ছিলাম। আমরা দেখেছি কী শক্তি ছিল সেই বক্তৃতার মাঝে। যারা দেখেছে তারা বুঝতে পারে ঐক্য কীভাবে অন্তর থেকে আসে। বহু দল থাকবে, বহু মত থাকবে। তার মধ্যে মৌলিক লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি এখানেও একটা লক্ষণ ভালো। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে।
তিনি বলেন, আমাদের এত গৌরবজ্জল ইতিহাস, এই দেশের সবচেয়ে বড় সম্পদ। জাতীয় সম্পদের মধ্যে এটি সবচেয়ে বড় সম্পদ। ব্যক্তি ও দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় ড. কামাল হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট শুভ্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু ও ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ।