Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭:ইতালিতে অল্প বয়সী ক্যান্সার রোগীদের জন্য বাসা থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাসায় ফেরার জন্যে একটি বিশেষ ট্যাক্সি সেবা চালু করা হচ্ছে। মিলানো ২৫ নামের থেরাপির জন্যে বিশেষ এই ট্যাক্সির সাদা কালো ফ্লোর দেখে সবার ঘরের পরিবেশের মতই  মনে হবে । তার সাথে ভিতরের হলুদ,বেগুনী ও কমলা রঙের সিট এবং  হালকা সবুজ রঙের ট্যাক্সির ভিতরের দেয়াল রঙ বেরঙের স্টীকার দ্বারা সজ্জিত । যাত্রীদের খেলার জন্যে আছে প্ল্যাস্টিকের তলোয়ার এবং মেগাফোন যা যে কারো আনন্দদায়ক সময় অতিবাহিত করাবে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ।

এই ট্যাক্সির চালক ক্যাটরিনা বেলানদি যিনি জিয়া ক্যাটরিনা নামেও পরিচিত। তিনি সাধারণত গতানুগতিক ট্যাক্সি ড্রাইভারদের মত জামাকাপড় পরেন না। অল্পবয়সী রোগীদের মনে আনন্দ দেওয়ার জন্যে তিনি বেশ রঙিন জামাকাপড় পরে থাকেন, অনেকটা ক্লাউনদের মতই।

তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস কে জানান,  তিনি কোনরকম সার্কাস করেন না । তিনি কোন ক্লাউনও নন। তিনি শুধুমাত্র একটি ট্যাক্সি ড্রাইভার যে স্বল্পবয়সী ক্যান্সার রোগীদের মন ভালো করার চেষ্টায় থাকেন ।

বেলানদির এই ট্যাক্সি বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গ করায় অনেকেই প্রশ্ন তুলেছেন । স্থানীয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এই ট্যাক্সির গ্লাসে লাগানো বিভিন্ন ধরনের ছবি অন্যান্য ড্রাইভারদের গাড়ি চালাতে সমস্যা হতে পারে ।

তবে টুসকানি আঞ্চলিক মন্ত্রীসভার প্রেসিডেন্ট এগিনো গিয়ানি বলেন, ‘তার এই উদ্ভাবনি চিন্তার জন্যে তাকে ধন্যবাদ দেওয়া উচিত এবং আমাদের উচিত তাকে যথাযথ ভাবে সাহায্য করা।’ সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস