Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭:  প্রয়াত মেয়র আনিসুল হকের সুবজ ঢাকার স্বপ্ন পূরণ করতে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্ক মুক্ত করেছে সিটি কর্পোরেশন। একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের পর পার্ক থেকে কুতুববাগ দরবারের ওরসের জন্য বসানো সব স্থাপনা উচ্ছেদ করেছে তারা। পার্কের পরিবেশ রক্ষার এ উদ্যোগে সন্তুষ্ট স্থানীয়রাও।

রোববার সকাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুমতি না নিয়েই ফার্মগেটের আনোয়ারা পার্ক দখল করে বার্ষিক ওরসের জন্য গেট নির্মাণ করছিল কুতুববাগ দরবার শরীফ। উচ্ছেদের একপর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মীরা গেটের বাঁশ খুলে নিয়ে যায়। পার্কের ভেতরে ও বাইরে জড়ো করে রাখা বিপুল সংখ্যক বাঁশও ট্রাকে তুলে নিয়ে যায় তারা।

গত বছরই কুতুববাগ দরবারের পক্ষ থেকে মেয়র আনিসুল হককে দেয়া প্রতিশ্রæতি অনুযায়ী এই পার্কে আর ওরস করবেন না তারা। কিন্তু আনিসুল হকের মৃত্যুর পর সেই প্রতিশ্রæতি না মেনে অনুমতি ছাড়াই ওরসের প্রস্তুতি শুরু করে প্রতিষ্ঠানটি। এ নিয়ে শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচার হলে প্রয়াত মেয়রের স্বপ্ন পূরণ করতে উচ্ছেদের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।

সৌন্দর্যবর্ধন করে পার্কটিতে সবুজ পরিবেশ ফিরিয়ে আনতে গণপূর্ত বিভাগের কাছ থেকে পার্কটির দায়িত্ব নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন।