খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭: জনগণের ভোটের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি। এই দাবিতে জনগণের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টির ডাকও এসেছে দলটির কাছ থেকে।
রোববার বিকেলে রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিজয় র্যালী’ শুরুর পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে মালিবাগ ঘুরে আবারো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব একাত্তরের শহীদদের প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
বলেন, একাত্তরে যে চেতনাকে অন্তরে ধারন করে যে স্বপ্নœ দেখে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আজকে ৪৭ বছর পরও আমাদের দুর্ভাগ্যের সঙ্গে হয়, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে মানুষ। তারা খুন হয়ে যায়, গুম হয়ে যায়। আজকে শত শত গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়ারিন করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, এই কারাগার থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। কারাগার ভাঙতে হবে। আমরা সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ চাই, যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, মানুষ তার মতপ্রকাশ করতে পারবে, সাংবাদিকরা মুক্তভাবে লিখতে পারবে; এই ধরনের মুক্ত বাংলাদেশ চাই।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে কখনই পদদলিত করে রাখা যায় নি, তাদের কখনো দাবিয়ে রাখা যাবে না। এদেশের মানুষ অতীতে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে।
শান্তিপূর্ণভাবে বিজয় র্যালীর মাধ্যমে গণতন্ত্রের জন্য সোচ্চার হতে নেতাকর্মীসহ দেশের জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।