Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭: সময়টা বেশ ভালই যাচ্ছে অদম্য বার্সেলোনার। লা লিগায় এ মৌসুমে এখনো হারের মুখ দেখতে হয়নি লিওনেল মেসির বার্সেলোনাকে। রোববার রাতে লুইস সুয়ারেজ ও পাওলিনহোর গোলে দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে বড় জয় পায় কাতালানরা। নিজের মাঠে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সা।

ঘরের মাঠে শুরতেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। দুটি করে গোল করেন সুয়ারেজ ও পাওলিনহো। তবে গোলের দেখা পাননি মেসি। তার তিনটি প্রচেষ্টা আটকে দেন দেপোর্তিভো গোলরক্ষক রুবেন। স্পট কিকেও পাননি জালের দেখা। তবে অদ্যাবধি ১৪ গোল করা মেসি আছেন লিগের সেরা গোলদাতার আসনে।

এ দিন ম্যাচ শুরুর আগে ২০১৬-১৭ মৌসুমে লিগের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন সু দর্শকদের সামনে তুলে ধরেন মেসি। ক্যাম্প ন্যুতে হাজারো দর্শক করতালির মাধ্যমে মেসিকে সাধুবাদ জানায়।

করুনাকে হারিয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪২। সবার ওপরে তারা। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তারা অবশ্য প্রথম দিন দলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। গোলডটকম