Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার,, ১৯ ডিসেম্বর, ২০১৭:সৌদি আরবের পর্যটন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের সভাপতি প্রিন্স সুলতান বিন সালমান একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দিয়েছেন।

আরব নিউজের বরাতে জানা যায়, সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই নতুন মিডিয়া প্ল্যাটফর্মটি পরিচালিত হবে। সাথে সাথে জাতীয় ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রগুলোর পরিচয়, চলচ্চিত্র বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জাতির সম্মূখে তুলে ধরবে। ‘লাইভ সৌদি আরব’ নামে পরিচালিত সৌদি ব্রডকাস্টিং কর্পোরেশন অন্যান্য মিডিয়ার সাথে পূর্ণ অংশীদারিত্বের ভিত্তিতে এই নতুন টিভি চ্যানেল চালু করার ঘোষণা দিয়েছেন।

নতুন মিডিয়া প্ল্যাটফর্ম পরীক্ষামূলকভাবে গত রোববার থেকে চালু করা হয়েছে। ‘লাইভ সৌদি আরব’ প্রোগ্রাম থেকে ব্যাপক উপকৃত হবে জনগন। (এসসিটিএইচ) এর প্রধান বলেন, যারা এই মিডিয়ার সঙ্গে কাজ করছেন, এবং সকল সরকারী বেসরকারী কোম্পানীসহ সহযোগিতা করেছে তাদেরকে সকলের তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বর্তমানে আমরা ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম (এনটিপি) ২০২০ সালে (এসসিটিএইচ) এর উদ্যোগের মধ্যে একটি মেগাসিস্টেম প্রকল্প চালু করতে যাচ্ছি। সেটাকে সামনে রেখেই আমাদের এই পরিকল্পনা। এই প্রকল্পে আমারা শিল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক যেমন চলচ্চিত্র শিল্প, থিয়েটার, অডিও শিল্প, জনপ্রিয় শিল্পকলা, লোককাহিনী এগুলোকেও উপেক্ষা করবো না।’