Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার,, ১৯ ডিসেম্বর, ২০১৭:  তিন বোনেরই উচ্চতা আড়াই ফুটের কম। সুযোগ হয়নি পড়াশোনার। মেহেরপুর শহরের ওই তিন তরুণী পাননি তেমন কোনো সামাজিক সুযোগ-সুবিধাও। মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর হয়ে পড়েন দিশেহারা। অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধী ৩ মেয়েকে নিয়ে মানবেতর জীবন কাটছে মায়ের।

মেহেরুন, রিনা আর চুমকি- মেহেরপুর পৌর এলাকার ৩ বোনের বয়স ২০ থেকে ৩০ বছর। এই বয়সী অন্যদের তুলনায় উচ্চতা অনেক কম। অনেকটা সমাজবিচ্যুত হয়ে ঘরের মধ্যেই কাটছে জীবন।

তিন বছর আগে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন তারা। দুই বোনের সমান্য প্রতিবন্ধী ভাতা আর বাবার মুক্তিযোদ্ধা ভাতায় চলে সংসার। একমাত্র সম্পত্তি বাসস্থানটুকু। তাও নিয়ে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব। এ অবস্থায় ৩ মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন মা।

তাদের মা বলেন, কাজ করার মতো কেউ নেই। অভাবে সংসার চলছে। সরকারের কাছে একটা আবেদন আমাদের জন্য ফ্রি-তে রেশন এবং অন্যান্য ব্যবস্থাও যেন করা হয়।

দীর্ঘদিন ধরে সরকারি সহায়তায় কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছে পরিবারটি। অবশেষে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

প্রতিবন্ধী ৩ বোন জানান, কারোও কাছে হাত পেতে নয়, সরকারি সহায়তা পেলে অভাবমুক্ত হতে নিজেরাই কাজ করতে চান তিন প্রতিবন্ধী বোনেরা।