Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার,, ২০ ডিসেম্বর, ২০১৭:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে বিএনপি।

গত ১৯ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধানমন্ত্রী কার্যালয়ে এ উকিল নোটিশ পাঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া  সফর (৫ ডিসেম্বর) শেষে এক সংবাদ সম্মেলনে জিয়া পরিবারকে নিয়ে দুর্নীতির অভিযোগ আনে। তারই প্রতিবাদে এ উকিল নোটিশ পাঠানো হয়।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

উকিল নোটিশে মাহবুব উদ্দিন খোকন উল্লেখ করেন, ৫ টি বিষয় উল্লেখ করে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বিরোধী দলের নেতা হিসেবে দুই বার নির্বাচিত হন। তিনি দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। তার প্রয়াত স্বামী শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের মুক্তিসংগ্রামের একজন সেক্টর কমান্ডার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানে স্বীকৃত স্বরূপ তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়। আরো উল্লেখযোগ্য বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করা হয়।

নোটিশে তিনি আরও উল্লেখ করেন, গত ৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত মিডিয়া বিফ্রিংকালে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মানহানিকর বিবৃতি দিয়েছেন। এটা ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচার হয়েছে এবং সকল দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা ও সামাজিক মিডিয়ায় মুদ্রণ আকারে প্রকাশিত হয়েছে। অতএব, এভাবে ৫টি বিষয় উল্লেখ করে আগামী ৩০ দিনের মধ্যে ক্ষমা চেয়ে সকল জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায়, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আউটলেটে ক্ষমা চেয়ে প্রকাশক প্রচার করার আহ্বান জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অন্যথায় বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং কপট বিবৃতির কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ের নিমিত্তে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের ওপর নির্দেশ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।