Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭: খুব শীঘ্রই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের জন্যে তৈরি নমুনা দেয়াল পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার চলতি বছরের শেষ মন্ত্রীসভা বৈঠকে এ তথ্য জানান ট্রাম্প। খবর সিএনএনের।

সীমান্তে নমুনা দেয়ালগুলো স্থাপনের প্রশংসা করে ট্রাম্প জানান, তিনি এর সম্পূর্ণ রুপ অতিশীঘ্রই দেখতে চান।

এরপরে তিনি সীমান্ত পেট্রোল এবং আইসিই এজেন্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই দেয়াল প্রতিস্থাপনে তারা অক্লান্ত পরিশ্রম করছেন।’

সীমান্তে এখন পর্যন্ত ৮ ধরণের নমুনা দেয়াল স্থাপন করা হয়েছে। দেয়ালগুলো একদম স্বচ্ছ। মার্কিন প্রেসিডেন্ট নিজেই দেয়ালগুলো স্বচ্ছ তৈরি করতে বলেছেন। এ বিষয়ে তিনি অনেক আগেই বলেছেন, দেয়ালগুলো স্বচ্ছ হতে হবে কারন আমরা দেখতে চাই দেয়ালের ওপর প্রান্তে কারা কি করে।

সেই জন্যেই পরীক্ষামূলক ভাবে মার্কিন প্রশাসন মেক্সিক-যুক্তরাষ্ট্র সীমান্তে ৮ ধরণের স্বচ্ছ দেয়াল ব্যবহার করছে।

এই ৮টি দেয়াল যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো প্রদেশের ভিন্ন ৬টি কোম্পানি প্রস্তুত করেছে। এদের মধ্যে ৪টি দেয়াল সিমেন্টের তৈরি এবং বাকিগুলো অন্যান্য বস্তু দ্বারা তৈরি। মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ গত অক্টোবরে ১৮ থেকে ৩০ ফুট লম্বা দেয়ালগুলো জনসম্মুখে আনে। দেয়ালগুলো তৈরি করার সময়েই বিভিন্ন পরীক্ষা করে নেওয়া হয়েছে যাতে কেও এর ক্ষতি না করতে পারে।