খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭: বিপিএল কেটেছে তার ভালো-মন্দ মিলিয়ে। তবে পছন্দের সংস্করণে ফিরতেই আপন আলোয় উদ্ভাসিত মেহেদি হাসান মিরাজ। খুলনার হয়ে লাল বলে দেখালেন অফ স্পিনের ভেল্কি। তাতে বিধ্বস্ত ঢাকা বিভাগ।
জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে ১১৩ রানেই গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। খুলনা বিভাগ দিন শেষ করেছে বিনা উইকেটে ২৩ রানে। শেষ রাউন্ড শুরুর আগেই শিরোপার কাছাকাছি থাকা খুলনা আরও এগিয়ে গেল প্রথম দিনেই। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। প্রথম শ্রেণিতে তার আগের সেরা ছিল ৫০ রানে ৬ উইকেট।
কুয়াশা ও আলোকস্বল্পতা মিলিয়ে দিনের খেলা শুরু হয় পৌনে একটায়। টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনাকে শুরুতে ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার ফিরিয়ে দেন ঢাকার ওপেনার রনি তালুকদার ও তিনে নামা মোহাম্মদ জাহিদুজ্জামানকে।
অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের শিকার আরেক ওপেনার আব্দুল মজিদ। ঢাকার রান তখন ৩ উইকেটে ২৬।
চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও শুভাগত হোম। ঢাকার ইনিংসের সেরা জুটি এটিই। টানা ৭ উইকেট নিয়ে মিরাজ গুঁড়িয়ে দেন ঢাকার ব্যাটিং। দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট হারায়নি খুলনা। আলোকস্বল্পতায় খেলা শেষ হয় আগেই।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৩ (মজিদ ৯, রনি ৪, জাহিদুজ্জামান ৮, রকিবুল ২৮, শুভাগত ২১, তাইবুর ৮, নাদিফ ৬, শরিফ ০, অপু ১৪, শাহাদাত ১০, সাব্বির ৪*; রুবেল ০/২৩, মুস্তাফিজ ২/১৬, রাজ্জাক ১/৪৩, জিয়াউর ০/৬, মিরাজ ৭/২৪)।
খুলনা ১ম ইনিংস: ৪.৫ ওভারে ২৩/০ (এনামুল ১২*, সৌম্য ১১*; শরিফ ০/৮, শাহাদাত ০/১০, শুভাগত ০/৫, অপু ০/০)।বিডিনিউজ।