Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭:  ২০২২ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হতে যাচ্ছে বার্মিংহাম, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার এলো সেই ঘোষণাও।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে বার্মিংহামের নাম ঘোষণা করা হয়েছে। ২০১২ লন্ডন অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়াযজ্ঞ।

২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার জন্য গত ৩০ সেপ্টেম্বরের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) কাছে শুধু বার্মিংহামই আবেদনপত্র জমা দিয়েছিল।

কিন্তু সিজিএফ প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করায় সময়সীমা বাড়ানো হয়। শেষ পর্যন্ত অবশ্য বার্মিংহামকেই আয়োজনের দায়িত্ব দিল সিজিএফ।

একুশ শতকে এ নিয়ে তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসের আসর বসছে ব্রিটেনে। ম্যানচেস্টার ও গ্লাসগোতে যথাক্রমে ২০০২ ও ২০১৪ সালের আসর বসেছিল।

২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত হতে পারে ২০২২ কমনওয়েলথ গেমস। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।

সিজিএফ-এর সভাপতি লুইস মার্টিন জানিয়েছেন, কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া ২০২৬ ও ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের আগ্রহ দেখিয়েছে।

সূত্র : রাইজিংবিডি