Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭: গিনেজ বুকে বিশ্বের সর্ববৃহৎ গ্রেট ওয়ালে নাম লেখা হলো কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির পেইন্টিং।

কাতারের জাতীয় নিরাপত্তার প্রধান পরিচালক মেজর জেনারেল সা’দ বিন জাসিম আল-খলিফি আজ সোমবার আনুষ্ঠানিকভাবে গিনেজ বুকের গ্রেট ওয়ালে বিশ্ব রেকর্ডের সত্যায়নপত্র গ্রহন করেন।

কাতারের জাতীয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষ্যে এ পেইন্টিং উন্মোচন করা হয়েছে। পেইন্টিং প্রদর্শনীতে কাতারী নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা জড়ো হন গিনেজ বুকে নাম লেখানোর জন্য। অংশগ্রহনকারীদের সংখ্যা প্রায় ১৪০০ হাজার । এর আয়তন মোট ৫১২ বর্গমিটার। প্রতি মিটার ৭.৫ সেন্টিমিটার।

নির্মাতারা দাবি করছেন, এই পেইন্টিং প্রমাণ করে কাতারের আমির প্রতি জনগনের অগাধ ভক্তি ও ভালবাসার প্রতিচ্ছবি। সূত্র : আল-জাজিরা খালিজ অনলাইন,