Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭:  ওয়ানডেতে রেকর্ড গড়াকে যেন অভ্যাসই বানিয়ে ফেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিটাই বাদ যাবে কেন! এই ফরমেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা অবশেষে গড়েই ফেললেন ভারতীয় এই ওপেনার।

যদিও এককভাবে নয়, ৩৫ বলে সেঞ্চুরি করে ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন রোহিত।

এ বছরই পচেফস্ট্রমে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন মিলার। এতদিন এককভাবে এই রেকর্ডটা দখলে ছিল তার। রোহিত এবার দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

শুক্রবার ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন রোহিত। শেষর্পন্ত ৪২ বলে ১১৮ রানে দুষ্মন্ত চামিরার শিকার হয়ে ফিরেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। এই ইনিংসে ১২টি চারের সঙ্গে ১০টি ছক্কা হাঁকান তিনি।