Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭: ঢাকা উত্তর সিটি করপোরেশনে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে সরকারের উন্নয়নকাজ তুলে ধরতে নেতাকর্মীদের তাগিদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয়, সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে জরিপ চলছে এবং এর ভিত্তিতেই নমিনেশন দেওয়া হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের জেলায় জেলায় সফরের খসড়া তালিকাও করা হয় বৈঠকে। বিগত সময়ে বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসের সমালোচনা করে রংপুর সিটির করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থীর এত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়।

বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, জাফরউল্লাহ চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।