Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭: নারায়ণগঞ্জে চিটাগাং রোডের শিমরাইল মোড়ে একটি যাত্রীবাহি বাস (স্টাফ বাস) উল্টে ২০ জন নারী শ্রমিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারী শ্রমিকরা আদমজী সিদ্ধিরগঞ্জের ডিএমডি গার্মেন্টসের কর্মী।

আজ (রোববার/২৪ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে সহকর্মী গোলাম মোস্তফা ঘটনাস্থলে পৌঁছে পৌনে আটটার দিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, মুক্তা, রেহেনা, আসমা, নাজমুন নাহার, সাহানাজ, ইয়াসমিন, রুনা, সারমিন, সখি, পারুল।

দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও আহত সাহানাজ জানায়, প্রতিদিনের মতো রায়েরবাগ এলাকা থেকে স্টাফবাসটি শ্রমিকদের নিয়ে সিদ্ধিরগঞ্জে ডিএমডি গার্মেন্টসে যায়। আজ সকালে বাসটি চিটাগাং রোডের শিমরাইল মোড়ে ইউটার্ন নেয়ার সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানায়, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। বাসের মধ্যে প্রায় ৫০ নারী শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।