Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭: জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আজ সোমবার সকালে তেজগাঁও গির্জা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি বলেন- জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে সরকার সব সময় জিরো টলারেন্স। বড়দিন একটি ধর্মীয় উৎসব। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই। কেউ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। রাষ্ট্রের দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য রাজধানীর সকল গির্জায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।সকাল থেকে গির্জায় প্রবেশ করার সময় তল্লাশি করা হচ্ছে। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি গির্জায় অবস্থান নিয়েছেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, এ উপলক্ষে নগরীতে ব্লক রেইড, চেকপোস্ট, আবাসিক হোটেলসহ বড় বড় স্থাপনায় নজরদারি রাখা হচ্ছে। শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়কে চেক পোস্ট বাড়ানো হয়েছে, একইসঙ্গে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও কঠোর নজরদারি রয়েছে। তিনি বলেন, সবার প্রতি আমাদের ব্যবহার হবে বিনয়ী, তবে কঠোর পেশাদারিত্বও থাকতে হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব মোতায়েন থাকবে।