Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭: মাদারীপুরের শিবচরে শাহাদাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্রকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকার বাখরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসেন ক্রিকেট খেলার সামগ্রী কিনতে স্থানীয় এক দোকানে গেলে ফয়সাল চৌধুরী (৩০) নামে এক যুবক লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে । এতে গুরুতর আহত হয় হয় শাহাদাত। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।