খােলা বাজার২৪।সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭: জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে, তাকে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। দেশটির মতে, এটি পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সমতুল্য।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে সি এন এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার সরকার জাতিসংঘের ওই প্রস্তাব জোরের সাথে প্রত্যাখ্যান করছে। তারা বলছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচীর সাফল্যের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তারই ফল জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞাটি।
সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা হয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এও বলা হয়েছে যে, তারা চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ শক্তি স্থাপন করতে।
সর্বশেষ নিষেধাজ্ঞাটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দশম নিষেধাজ্ঞা আরোপ। ভয়েস অব আমেরিকা