খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: পহেলা জানুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসর। এবারের মেলায় অংশগ্রহণ করছে ১৭ টি দেশ। মেলা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়তে সবাই ব্যস্ত নিজেদের স্টল ও প্যাভিলিয়ন সাজাতে। প্রতিবারের মত এবারও মেলার আয়োজন করা হচ্ছে রাজধানীর শের-ই-বাংলা নগরে।
দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছরও পহেলা জানুয়ারি শুরু হতে যাচ্ছে মাসব্যাপি মেলার ২৩ তম আসর।
আর সপ্তাহ খানেক বাদেই মেলার পর্দা উঠবে রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের বড় জায়গাটিতে। আর সেই কারণেই বেশ জোরেশোরেই চলছে এই প্রস্তুতি পর্ব। এবার মূল ফটকের নকশায় পরিবর্তন আনা হয়েছে।
বাইরের সাজসজ্জার পাশাপাশি ভেতরে চলছে প্যাভিলিয়ন ও স্টল সাজানোর কাজ। ক্রেতাদের নজর কাড়তে নানা রঙে সাজানো হচ্ছে এগুলো। বেশিরভাগ বড় স্টলগুলোর কাজ অনেকটাই এগিয়েছে আর অন্যরাও তড়িঘরি করছেন দ্রুত কাজ শেষ করতে। আন্তর্জাতিক এ মেলায় অংশগ্রগণ করছে ১৭ টি দেশ।
এবারও মেলায় তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ছবির পাশাপাশি থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা ছবি।
মেলা শুরু না হতেই দর্শনার্থীদের কেউ কেউ বেড়াতে আসছেন, কেউবা আবার খোঁজ করছেন স্টলগুলোতে একমাস খন্ডকালীন চাকরির।
ক্রেতা ও দর্শনার্থীদের একঘেয়েমি কাটাতে ছোট একটি এলাকা জুড়ে তৈরি করা হয়েছে সুন্দরবন ইকো পার্কও। যেখানে স্থাপন করা হয়েছে বৃহৎ এই ম্যানগ্রোভ বনের বিভিন্ন পশুপাখি ও গাছগাছালির নানা নিদর্শন।