Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: লা-লিগায় খুব একটা ভাল অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। শনিবার সুবর্ণ এক সুযোগ এসেছিলো রিয়ালের সামনে। কাতালিয়ানদের হারিয়ে শিরোপার দৌড়ে অবস্থানটা শক্ত করে নিতে পারতো জিদানের শিষ্যরা। কিন্তু এ দিনের এল ক্লাসিকোতে তিন গোলের ব্যাবধানে হেরে উল্টো শিরোপার দৌড় থেকে ছিটকেই পড়লো রোনালদোর দল। বার্সার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল।

এল ক্লাসিকোতে রোনালদোর গোল করতে না পারা এবং প্রিয় দলের এমন করুণ চিত্র স্বভাবতই মেনে নিতে পারেনি ভক্তরা। তাই মেসি-সুয়ারেজদের কাছে এমন হারের পর ভক্তদের তোপের মুখে পড়েছেন রিয়ালের এ পর্তূগীজ তারকা।

এল ক্লাসিকোর পর স্টেডিয়ামের বাইরে ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে স্পেনের একটি সবাংদ মাধ্যম সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে রিয়ালের পরাজয়ে অনেকেই রোনালদো সমালোচনা করছেন। এমনকি বার্সার ভক্তরাও পর্তূগীজ এ তারকাকে বিদ্রুপ করতে ছাড়ছেন না।

ভিডিওটিতে দেখা যায় রিয়ালকে হারানোয় বার্সেলোনার ভক্তরা স্টেডিয়ামের বাইরে আনন্দ প্রকাশ করছে। একজন দর্শক বলছেন, ‘তারা (রিয়াল) প্রথমার্ধে খুব ভালো খেললেও শেষার্ধে খুবই দুর্বল হয়ে পড়ে।’ আরেকজন রিয়াল ভক্ত বিমর্ষমুখে বলেছেন, ‘আমি জানি না রিয়ালে কী হয়েছে; তারা কি দলে পরিবর্তন আনবে? আমি জানি না।’

কাতালিয়ান এক ভক্ত অবশ্য সব কৃতিত্ব আর্জেন্টাইন তারকা মেসিকে দিয়ে বলেন, ‘এখানে মেসি আছে; মেসি আর সুয়ারেজই সব।’ রিয়ালের এক নারী ভক্ত রোনালদোর ওপর এতই বিরক্ত হয়েছেন যে তিনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা উচিৎ।’

রিয়ালের এক কিশোর ভক্ত বলেছেন, ‘রোনালদো ভালো করছে না। সে সব সময় গোল পায় না। অথচ আমরা তাকে সব সময় খেলাচ্ছি।’রিয়ালের আরেক প্রৌড় ভক্ত জানান ৩-০ ব্যবধানে তিনি খুবই হতাশ হয়েছেন। রিয়াল ভক্তদের এটা (হার) প্রাপ্য ছিলো না বলে জানান আরেক ভক্ত।