খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: ঢাকা নিউ মার্কেট- এ (গোল্ডেন গেট শপিং সেন্টার, ২য় ও ৩য় তলা, ২৮, মিরপুর রোড, ঢাকা-১২০৫) ডিসেম্বর ২৬, ২০১৭ ইং তারিখে ডাচ্-বাংলা ব্যাংকের ১৭৫তম শাখার শুভ উদ্বোধন করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন আনুষ্ঠানিকভাবে ব্যাংকের নিউ মার্কেট শাখার উদ্বোধন করেন। নতুন শাখার সুষ্ঠ পরিচালনা, দেশের অগ্রগতি ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংক এর বিভিন্ন চ্যানেল যেমন অনলাইন শাখা, এটিএম, ফাস্ট ট্রাক, রকেট, এজেন্ট ব্যাংকিং, পিওএস টার্মিনাল, ই-কর্মাস গেটওয়ে, ইন্টারনেট ব্যাংকিং, ভিআইপি ব্যাংকিং ও বিভিন্ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে রিটেইল ও কর্পোরেট গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবাসহ নানাবিধ ব্যাংকিং প্রোডাক্টস ও আর্থিক সেবা প্রদান করে আসছে।
জনাব আবুল কাশেম মোঃ শিরিন তার বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি অব্যাহত সমর্থন ও সহযোগিতা এবং আস্থা স্থাপনের জন্য ব্যাংকের সকল মূল্যবান গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ডাচ্-বাংলা ব্যাংকে একাউন্ট খুলে ব্যাংকের বিভিন্ন আকর্ষনীয় প্রোডাক্টস ও বিভিন্ন চ্যানেলের সেবা গ্রহণের জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শিল্পপতিগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।