খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: সম্প্রতি মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশানের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর পরিচালক কানুতোষ মজুমদার এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশানের সিইও ও ব্যাংক এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকএর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। প্রতিযোগীতায় রাজধানীর বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। এর মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করে যমুনা ব্যাংক।