খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭: জেলার মোকামতলা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ (বুধবার/২৭ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
মোকামতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনস্পেক্টর আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।