খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে কুমিল্লার চান্দিনায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৪৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যান্যর মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার, জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান জুলফিকার আলী খান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।