খােলা বাজার২৪। বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭: মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের ফররুখ আহমেদর মুকুল ও তার চাচাত ভাই মোঃ মাহমুদুল হক এর ভোগদখলকৃত জমিতে গত দুইদিন সন্ত্রাসী হামলা হয়েছে,হামলাকারীরা প্রায় ৩ লক্ষাধিক টাকার গাছ কেঁেট নিয়ে যায়। এ ব্যাপারে ফররুখ আহমেদ মুকুল বাদী হয়ে রাজিব মিয়া (২২),সজিব মিয়া(২৮),শাহরিয়াতুল ইসলাম (বিশব)(৩১),সর্ব পিতা মৃত-আজহারুল ইসলাম চুন্নু,সোহাগ মিয়া(২২) পিতা-আঃ ছাত্তার সর্ব সাং-পীরপুর,ফারুক মিয়া(২১) পিতা-সামসু সাং-চন্দনপুর,আল আমিন(২৬) পিতা-ইমাম উদ্দিন, সাং-চেঙ্গাইন,থানা-মনোহরদী জেলা নরসিংদী কে আসামী করে মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে গত ৭ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর ১০/১২ জনের একদল সন্ত্রাসী দা,লাঠিসোটা,শাবল,লোহার রড,কুড়াল,করাত,দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফররুক ও মাহমুদুর এর জমিতে জোরপূর্বক প্রবেশ করে বাশ ঝাড় ও কাঠাল গাছ,আম গাছ,জাম গাছ সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ পালা কেঁেট নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। জমির মালিকগন তাদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদের বেদম মারপিট করে। তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্য জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। জমির মালিকগন বিষয়টি এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করলে এলাকায় শালিস দরবারে বিষয়টি মিমাংশা না হওয়ায় মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়।