খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: গত বছর দেশের মাটিতে বল হাতে ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছিলেন মিরাজ। রেকর্ড গড়া বোলিং দিয়ে দুই ম্যাচ সিরিজে হয়েছিলেন সেরা খেলোয়াড়। তখন সবার নজর কাড়েন জাতীয় দলে আগন্তুক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হৈচৈ পড়ে যায় সারা দেশে।
অতি দরিদ্র পরিবার থেকে ওঠা আসা মিরাজে আপ্লুত হন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মিরাজের করুণ অবস্থা জানার পর তার বাসস্থানের জন্য একটি প্লট দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। গত ১৮ ডিসেম্বর খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় ৩ কাঠা জমির একটি প্লট প্রদান করা হয় মিরাজকে। প্লটটির বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা হলেও এক হাজার এক টাকার প্রতীকী মূল্যে দেওয়া হয় প্লটটি।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দে আত্মহারা মেহেদী হাসান মিরাজ। বুধবার মিরপুরে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কুতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মিরাজ বলেন,‘ গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দেওয়া জমির দলিল হাতে পেয়েছি। আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমরা তার কাছে কৃতজ্ঞ।