Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: 

আজ পুতুলের বিয়ে
মোঃ মিজানুর রহমান

 

আজ পুতুলের বিয়ে
কি আনন্দ এ নিয়ে,
এসেছে সব আত্মীয়-স্বজন
পাড়া-প্রতিবেশী, বন্ধু-সুজন।
লাল-নীল, হলুদ-সবুজ আলো জ্বলে
পুতুল সুখী হোক-সবাই তা বলে।
রঙ্গিন কতো শতো রঙে সেজেছে বাড়ী
হরেক পদের খাবারে ভরেছে যে হাড়ি-
পোলাও-বিরিয়ানী-বোরহানী-মিস্টি দই
রোস্ট-কাবাব-ভূনা-মুড়ি-মুড়কি আর খই।
আনন্দে চারদিকে শুধু হৈ-হৈ আর হৈ
পুতুল ভাবে আমার প্রিয় মিজান ভাই কই ?
মেহেদী-আতিক-কুদ্দুস-সিয়াম ভাই আছে
সালমা-মৌসুমী-মমি আপারা আছে
আনিকা-সাবা-সওদা-আইমান-হালিমারাও আছে,
শুধু প্রিয় মিজান ভাই নেই-তার ছবি মনে ভাসে।
পুতুল চায় প্রিয় মিজান ভাইয়ের দোয়া সাথে
খেয়েছে যে পুতুল ভাত মিজান ভাইয়ের পাতে-
প্রিয় মিজান ভাইয়ের হাতে লোকমায় একসাথে।
সেই মিজান ভাই আজ অবশ্যই দোয়া দিবে পুতুলের চরণ-পাতে
পুতুল যেনো স্বামীর ঘরে সোহাগের সাথে থাকে দুধে-ভাতে।
পুতুলের স্মৃতি যে আজ যায় আওরিয়ে
মিজান ভাই বলত-আতু পুতু বিয়ে।
ঘুমাতো পুতুল মিজান ভাইয়ের সাথে এক বিছানাতে
মুষ্টি পেকে মিজান ভাইয়ের জামা ধরে ছোট্ট হাতে।
আজ সব বন্ধন ছেড়ে যেতে হবে পুতুলের
ভাই-বোন, ফুফু-ফুফা, বাবা-চাচা-চাচীদের
ছোট্ট সোনামনি মুনতাসির-সাবিত ওদের
আর মরিয়ম, নানা-নানী, দাদা-দাদীদের।
পুতুল ভাবে-ইস! মিজান ভাই থাকলে বলতো কতো কথা
না জানি মিজান ভাইয়ের মনে আছে কতো কষ্ট গাথা।


পুতুলের আজ মনে পড়ে মৃত মা-চাচীর কথা
পুতুল তাদের আদর – স্নেহে  বেড়ে ওঠেছিল যথা,
তাদের জন্য লুকে আছে হৃদয়ে কতো ব্যাথা।
তারা যেনো ভালো থাকে পুতুলের এই কামনা
তারা বেঁচে নেই পুতুল তা মেনে নিতে পারে না।

অবশেষে পুতুলের হয় নতুন এক জীবন-
তিন কবুলের হয় এক বন্ধন
কাঁদে তখন পুতুলের মন,
ছাড়তে হবে ভাই-বোন, স্বজন
করতে হবে পরকে আপন।
পুতুলের দু’টি চোখে আজ অশ্রুসজল
তবু সংসার বাঁধতে তার মনে আছে বল।
সে মনোবলে বলীয়ান হয়ে 
পুতুল চলে যায় সোহাগের ঘরে,
সবাইকে যে নিবে সে আপন করে
প্রেম আছে ভরা পুতুলের অন্তরে।

মোঃ মিজানুর রহমান-লেখক ও কলামিস্ট।

উৎসর্গঃ রেশমা আক্তার পুতুল (লেখকের ছোট বোন )