Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭:লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক সময়ের জনপ্রিয় ফুটবলার জর্জ ওয়েহ। বৃহস্পতিবার দেশটির জাতীয় নির্বাচনে ৬১.৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বিবিসির সংবাদ।

এসি মিলান ও চেলসিয়ার মত শক্তিশালী ক্লাবের খেলোয়াড় হিসেবে ফুটবল পায়ে মাঠ শাসন করেছেন জর্জ। প্যারিস সেন্ট-জারমেইনের হয়েও খেলেছেন তিনি। এখন পর্যন্ত জর্জ একমাত্র আফ্রিকান খেলোয়াড়, যিনি ফিফা সেরা খেলোয়াড় খেতাব জিতেছেন। ১৯৯৫ সালে একইসাথে ব্যালেন ডিঅর’র জন্যও ওঠে এসেছিল তার নাম।

দেশটির জাতীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৯৮.১ শতাংশ ভোট পড়ে। জর্জের নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭৩ বছর বয়সী জোসেফ বোয়াকাই পেয়েছেন ৩৮.৫ শতাংশ ভোট।

লাইবেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফের স্থলাভিষিক্ত হবেন জর্জ ওয়েহ। ১৯৪৪ সালে স্বাধীনতা অর্জনের পর গৃহযুদ্ধ বিপর্যস্ত দেশটিতে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেন এলেন জনসন।

২০০২ সালে খেলা থেকে অবসর নিয়ে লাইবেরিয়ার রাজনীতিতে প্রবেশ করেন জর্জ। গৃহযুদ্ধ অবসানের পর ২০০৫ সালের নির্বাচনে এলনের কাছে পরাজিত হয়েছিলেন জর্জ। দীর্ঘদিন দেশটির সংসদে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।