
এদিকে রাতে হঠাৎ ঘনকুয়াশা দেখা দিলে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেও রানওয়ে থেকে ফিরে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এছাড়া জেদ্দাসহ বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবস্থান করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত ৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সিডিউল বিপর্যয়ে যাত্রীরা পড়েছেন বিপাকে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।




