Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এজ অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন ।

আজ (শনিবার/৩০ ডিসেম্বর) সকালে ফুলবাড়ীয়া মোড়ে বিআরটিসি বাস কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বংশাল থানার এসআই রফিক তাকে ‍গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার এসআই রফিক জানান, ঘটনাস্থল থেকে সন্দেহজনকভাবে প্রভাতী-বনশ্রী নামের একটি বাসকে আটকে রাখা হয়েছে। তবে জড়িত আছে কিনা বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।