Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭:  ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার/৩০ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নবমবারের মত সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে।

শিক্ষামন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন বছরে সারা দেশের বিভিন্ন স্কুলে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হজার ১৬২টি বই বিতরণ করা হবে।

বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বই ছাপানো হয়েছে। এরইমধ্যে দেশের বিভিন্ন স্কুলগুলে নতুন বই পৌঁছে গেছে বলেও জানান তিনি।