খােলা বাজার২৪।রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭: ইংলিশ প্রিমিয়ার লিগে ড্র দিয়ে বছর শেষ শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড৷ শনিবার রাতে সাউদাাম্পটনের বিরুদ্ধে গোল শূণ্য ড্র করে পয়েন্ট হারালো হোসে মরিনহোর দল। টানা তিন ম্যাচ ড্র করলো ম্যানইউ।
নিজের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি ম্যানইউ। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে লুকাকুর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড মাতার শট আটকে দেন ম্যাকার্থি। এরপর মিখিতারিয়ানের ক্রস থেকে লিনগার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যান ইউ সমর্থকদের হতাশা আরও বাড়ে।
বিরতির পরও গোলের দেখা পায়নি মরিনোর ছেলেরা। মাতা-পগবারা দলকে কাক্সিক্ষত গোল এনে দিতে পারেননি। শেষ দিকে পগবা তড়িৎ টোকায় বল জালে পাঠালেও অফ-সাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এ নিয়ে পঞ্চম ম্যাচ ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড৷ ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মরিনহোর দল। ২০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সাউথ্যাম্পটন।