Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭: বরিশাল ও সিলেটে বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে।

আজ রোববার যশোরে বিমান বাহিনী একাডেমিতে নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

এর আগে তিনি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট’ (যুদ্ধ বিমান), উন্নত পরিবহন বিমান, অত্যাধুনিক বেসিক ট্রেনিং (প্রশিক্ষণ) হেলিকপ্টার, জেট ট্রেনার এয়ারক্রাফট (প্রশিক্ষণ বিমান), সিমুলেটর, আন-ম্যানড এরিয়াল ভেহিকল সিস্টেম, লং অ্যান্ড শর্ট রেঞ্জ (দীর্ঘ ও সল্প দূরত্বের) এয়ার ডিফেন্স রাডার এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার (মধ্যম দূরত্বের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য) মিসাইল শিগরিরই বিমান বাহিনীতে যুক্ত করার কথাও বলেন।

বিমান বাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রী নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান।