Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে ওই নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া আরো চার সচিবের দপ্তর বদল করা হয়েছে। তারা হলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমদকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।