Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, বাংলাদেশেও হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। আশা করছি বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তারা অতীতের মতো আর ভুল করবে না। যদি ভুল করে তাহলে তাদের জন্য কোনও নির্বাচন ঠেকে থাকবে না। নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর দিয়ে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাণিজ্যমন্ত্রী। এবারের মেলায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মেলা মাধ্যমে যেমন বাণিজ্য প্রসারিত হয় ও এক্সপোর্ট বাড়ে। অপরদিকে বাণিজ্য মেলা বিনোদনমূলক এবং লাখ লাখ মানুষ পরিবার পরিজন নিয়ে আসে। যাতায়াতের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে সোমবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম-এমপি, বাণিজ্য সচিব সুভাশিষ বোস প্রমুখ। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকিটের মূল্য রাখা হবে প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০ টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ২০২০ সালের মধ্যে পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শেষ হবে। তবে আমরা আশা করেছিলাম ২০১৯ সালের মধ্যে এটা শেষ হবে। তবে জমি জনিত জটিলতার কারণে একটু সময় লাগছে।

এবার মেলায় মোট ৫৮৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাভেলিয়ন ও মিনি প্যাভেলিয়ন ১৮৯টি এবং স্টল ৪শ’টি। মেলায় ১৭টি দেশের ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। দেশগুলোর মধ্যে রয়েছে- থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস এবং দক্ষিণ কোরিয়া।’ সূত্র: একাত্তর টিভি