Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮:  চমক দিয়েই শোবিজের নতুন বছর শুরু। এবার চলচ্চিত্রের নায়ক হিসেবে দেখা যাবে জনপ্রিয় গায়ক-নায়ক তাহসানকে।

ছবির নাম ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিতে তাহসান সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে খবরটি এতদিন গোপন ছিল। নির্মাতা জানালেন সে কথা।

তিনি বলেন, নতুন বছরে চমক দিতেই খবরটি এতদিন গোপনে রেখেছিলাম। চলচ্চিত্রে তাহসানের চরিত্রের নাম ফয়সাল। আগামী ৬ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে।

রাজ বলেন, ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।

গীতিকার, সুরকার, গায়ক ও ছোট পর্দার জনপ্রিয়তা ছাপিয়ে নতুন পরিচয়ে আসছেন তাহসান।জানালেন এ নিয়ে তার নিজের অনুভূতি।

তিনি বলেন, এর আগে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন তা এখনই বলছি না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি।

চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। এই ছবির গল্প লিখেছেন আসাদ জামান।

‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। এর আগে তিনি ‘প্রজাপতি’, ‘ছায়াছবি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ নামে চারটি ছবি নির্মাণ করেছেন।