Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮:কুষ্টিয়া প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের (সিনেট) নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ সদস্যের ঘোষিত প্যানেল প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সোমবার বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মতবিনিময় ও পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন পরিষদের কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এ্যাড.শামসুর রহমান বাবু। বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

অতিথি হিসেবে গতকাল কুষ্টিয়া অঞ্চল সফর করেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রার্থী নিজাম চৌধুরী ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সকল সৈনিকের প্রতি আমাদের অনুরোধ থাকবে জাতির পিতা বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখেছিলেন আমরা সেই স্বপ্ন পূরণে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের বিজয়ের কোনো বিকল্প নেই । তিনি বলেন দেশবিরোধী চক্র বরাবরই বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত । এই নির্বাচনকে ঘিরেও চক্রটি ষড়যন্ত্র করে যাচ্ছে । আগামী ৬ তারিখের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও পরিষদের মনোনীত ২৫ জন রেজিস্টার্ড সিনেটের বিজয়ের মাধ্যমে আমরা তার সমুচিত জবাব দিতে চাই । তিনি সম্মানিত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন চোখ কান খোলা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে । এ দেশের উন্নয়নে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি । আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম মাকসুদ কামাল তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান সরকার ইতিমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মম হত্যাকাণ্ডের বিচারে ৫ জনের ফাঁসি কার্যকর করেছে এবং পলাতক অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনালের মাধ্যমে একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ও শান্তির রায় কার্যকর হয়েছে। কিন্তু প্রতিশোধ পরায়ন স্বাধীনতার পরাজিত শক্তি দেশকে আবারও পাকিস্তানের তারাই ফিরিয়ে নিতে মেতে উঠেছে নীতি নতুন ষড়যন্ত্রে । এহেন পরিস্থিতিতে আসন্ন সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ সমাজের সর্বস্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ত্যাগী ও পরীক্ষিত রেজিস্টার্ড গেজেটের সমন্বয়ে একটি প্যানেল মনোনীত করেছে । তিনি বলেন এই নির্বাচনে আপনাদের সচেতন সমর্থনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের কোনো বিকল্প নেই ।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড.আবুল আহসান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রোফিকুল আলম টুকু, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ড.আমানুর আমান প্রমুখ ।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন, আগামী ৬ জানুয়ারি নির্বাচনে আমরা দেখতে চাই কারা আমাদের নির্বাচনের বিরোধিতা করে । তিনি উল্লেখ করেন পাকিস্তান জামায়াত-বিএনপির আদর্শে পুষ্ট কুচক্রীমহল ইতিমধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। আমরা বলতে চাই কোন ষড়যন্ত্র নয় নিরপেক্ষ নির্বাচন এবং স্বাধীনতার স্বপক্ষে অবস্থানকারীদের বিজয়ের লক্ষ্যে আমরা যে কোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছি ।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী তার বক্তব্যে বলেন, আমরা অতীতে দেখেছি জামায়াত-বিএনপির ও স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ম্লান করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ছে । তিনি উল্লেখ করেন ৩০লক্ষ শহীদ আত্মদান ও ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই দেশটিকে আমরা আর স্বাধীনতা বিরোধীদের হাতে যেতে দিব না । আমরা প্রস্তুত আছি আগামী ৬ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে আমরা প্রমাণ করতে চাই আমরা স্বাধীনতার পক্ষে কাজ করছি, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণের লক্ষ্যে কাজ করছি ।

মতবিনিময় ও পরিচিতি সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়া, কুষ্টিয়া সদর উপজেলা প্রেসক্লাব, কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ইলেক্ট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।