Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮:  আজ স্থানীয় এক অভিজাত হোটেলে,বাংলাদেশ মানি মার্কেট ডিলারস এ্যাসোসিয়েশন (বামডা)কর্তৃক আয়োজিত, “মুদ্রা বাজার ও সম্পদ-দায় ব্যবস্থাপনা” শিরোনামে ট্রেজারি ব্যবস্থাপনা বিষয়ক একটি সেমিনার এবং  এতদসঙ্গে “ডিলারস ডিরেক্টরি”রমোড়ক উম্মোচিত হয়েছে।

ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন এ্যাসোসিয়েশন অফ ব্যাংকারস বাংলাদেশ (এবিবি)এর সভাপতি জনাব আনিস এ খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে আরও উপস্থিত ছিলেন বেশ কিছু ব্যাংকের প্রধান নির্বাহীগণ, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ট্রেজারী প্রধান ও ডিলারগন সহ আরও অনেকে।

বামডা সভাপতি জনাব মোঃ আব্দুস সামাদ, “মুদ্রা বাজার ও সম্পদ-দায় ব্যবস্থাপনা” শিরোনামের সেমিনারটিতে সভাপতিত্ব করেন যেখানে দেশের সাম্প্রতিক মুদ্রা বাজার, তারল্য ব্যবস্থাপনা ও সম্পদ-দায়ের ঝুঁকি সমূহ বিশদ ভাবে আলোচিত হয়।

পরবর্তীতে, বাংলাদেশে কর্মরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল ডিলারদের নাম ও আনুসাঙ্গিক তথ্য সম্বলিত “ডিলারস ডিরেক্টরি”র মোড়ক উম্মোচিত হয়েছে।
প্রথিতযশা ব্যাংকার ও অরথনিতিবিদ গণ সেমিনারটিতে অংশগ্রহন করেন এবং এধরেনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও বামডা অনুরূপ কার্যক্রমের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ও ডিলারদের সার্বিক দক্ষতা বৃদ্ধির ব্যাপারে সচেষ্ট থাকবে।