Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: বাংলাদেশ ছাত্রমিশন চল‌তি ২০১৮ সেশ‌নের জন্য সালমান খান বাদশাকে কেন্দ্রীয় সভাপ‌তি ও সৈয়দ মোঃ মিলন‌কে সাধারন সম্পাদক, নাসরুল্লাহ তালুকদার‌কে সি‌নিয়র সহ-সভাপ‌তি, ইঞ্জি‌নিয়ার মোঃ হা‌নিফ‌কে সি‌নিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও মোঃ অাবদুল কাইয়ুম‌কে সাংগঠ‌নিক সম্পাদক ক‌রে ৭১ সদস্য বি‌শিষ্ট জাতীয় নির্বাহী ক‌মি‌টি ঘোষনা করা হ‌য়ে‌ছে।

অাজ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও ছাত্র মিশন প্র‌তিষ্ঠাতা ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাস‌চিব ইঞ্জি‌নিয়ার ফ‌রিদ উদ্দিন গত ৩০ ডি‌সেম্বর প্রথম জাতীয় স‌ম্মেল‌নে গ‌ঠিত ক‌মি‌টির অনু‌মোদন প্রদান ক‌রে‌ছেন।

ক‌মি‌টির অ‌ন্যেরা হ‌লেন মোঃ মে‌হেদী হাসান (ব‌রিশাল), অাবদুল মো‌মিন খান লিটু (চট্টগ্রাম), অাবদুল অাহাদ (সি‌লেট), ম‌ফিদার রহমান মজনু (ঢাকা) সহ- সভাপ‌তি, মোঃ রা‌সেল ইসলাম, হা‌জী মোঃ তান‌ভির, পিন্টু মোঃ অা‌রিফুজ্জামান (রংপুর) যুগ্ম-সাধারন সম্পাদক, মোঃ সুজন বিশ্বাস (ভান্ডা‌রিয়া), রা‌জিব হো‌সেন রাজু (পটুয়াখালী), রা‌হেল হাসান অা‌নোয়ার (ময়মন‌সিংহ), মোঃ শ‌রিফুল ইসলাম (নাঃগঞ্জ) সহ-সাংগঠ‌নিক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম অর্থসম্পাদক, হা‌ফিজুর রহমান রিফাত প্রচার ও প্রকাশনা সম্পাদক, র‌ফিকুল ইসলাম শাওন দপ্তর সম্পাদক, রে‌দোয়ানুল হক বেবু (ঢাকা বিশ্ব‌বিদ্যালয়) তথ্য ও প্রযু‌ক্তি সম্পাদক, মো‌হেব্বুল্লাহ (ঢাকা বিশ্ব‌বিদ্যাল) সা‌হিত্য সম্পাদক, মোঃ অাবদুর রাজ্জাক (পি‌রোজপুর) সমাজ কল্যান সম্পাদক, মোসাঃ তাজ‌রিন অাক্তার ছাত্রী কল্যান সম্পা‌দিকা, জ‌হির উদ্দিন বাবর ক্রীয়া সম্পাদক, মোঃ মা‌নিক চৌধুরী, মোঃ শাওন বেপারী, মোঃ স‌জিব হো‌সেন, মোহাম্মদ মুন্না, মোঃ জাহাঙ্গীর হো‌সেন (কু‌মিল্লা), মোঃ অাল অা‌মিন মোল্লা ( ভান্ডা‌রিয়া), মোঃ সুজন, মোহাম্মাদ সাহাবু‌দ্দিন (মু‌ন্সিগঞ্জ), মোঃ অাবদুল হা‌ফিজ (ময়মন‌সিংহ), মোঃ নওসাদ, মোঃ নয়ন মিয়া, মোঃ ফা‌হিম ওসমান, সিয়াম তালুকদার বসর, মোঃ অারফান, রা‌কিবুল ইসলাম, নাঈম খান দুর্জয়, র‌ফিকুল ইসলাম সংগ্রাম, মোহাম্মদ অালী, ইমরান হো‌সেন (ঢাকা ক‌লেজ), রায়হান মাহমুদ (বিএম ক‌লেজ), মোঃ সা‌ব্বির অাহ‌মেদ (কু‌ষ্টিয়া) নির্বাহী সদস্য ।