খােলা বাজার২৪। বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮: মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি তৃতীয় বারের মত দেশে জরুরি অবস্থা জারি করেছেন। আগামী শনিবার ১৩ জানুয়ারি থেকে সারা দেশে এ অবস্থা চালু হবে বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্র।
একই সাথে প্রেসিডেন্ট সিসি সন্ত্রাস দমন, নিরাপত্তা সংরক্ষণ এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে সদা তৎপর থাকতে নির্দেশ দিয়েছেন।
তবে মিসরীয় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রায় হলে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এখন পর্যন্ত সিসির সিদ্ধান্ত আলোচনার তারিখ জানায় নি পার্লামেন্ট।
উল্লেখ্য,২০১৭ সালে এপ্রিল মাস থেকে তৃতীয় বারের মত জরুরী অবস্থা জারি করলেন সেনাশাসক সিসি। গত এপ্রিল মাসে দুটি গির্জায় আইএসের হামলায় ৪৫ জন নিহত হওয়ার পরে প্রথম জরুরি অবস্থা জারি করা হয়। তবে মানবাধিকার সংগঠনগুলো জরুরি অবস্থার মাধ্যমে নিরাপরাধ ব্যক্তিদের উপর হয়রানির শিকার হওয়ার আশংকা করছেন। সূত্র : আল-জাজিরা