খােলা বাজার২৪। বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের আজ বুধবার খাগড়াছড়ির রামগড়ে যাবেন। সাথে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনায় হর্ষ বর্ধন শ্রিংলা।
আজ বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রামগড়ে ফেনী নদীর উপর নির্মিতব্য ব্রিজ পরিদর্শন করবেন সেতুমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার। মন্ত্রী একান্ত সচিব মোহাম্মদ শফিকুল করিম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর যুকান্তর
এ সময় আরো উপস্থিত থাকার কথা রয়েছে, প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,পুলিশ সুপার মো. আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. সাহেল তস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, সাবেক সাংসদ মো. আলীম উল্লাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া।