খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে রাজধানীর বকশিবাজারে অস্থায়ী আদালতে যাওয়ার কথা রয়েছে তার।
সপ্তম দিনের মতো আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ। খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী যুক্তি তুলে ধরবেন।
বুধবার তিনি দাবি করেন, এ মামলার তদন্ত কাজে নিজেদের নীতিমালা অনুসরণ করেনি দুর্নীতি দমন কমিশন।
উপপরিচালকের জায়গায় সহকারী পরিচালক দিয়ে মামলার তদন্ত করানো হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এর আগে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন যুক্তি উত্থাপন করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির যুক্তিতর্ক এখনো শুরু হয়নি।
দুদকের দায়ের করা মামলা দুটির প্রধান আসামি খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন।