খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: জয়পুরহাটের পাটারপাড়া এলাকায় পরীক্ষার রেজাল্ট ধরে নিখোঁজ রয়েছে তানভীর আহম্মেদ জিলান (১৪) নামের এক স্কুল পড়ুয়া মেধাবী ছাত্র। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার কোন সন্ধান পায়নি।
এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ যুবক জয়পুরহাট পাটারপাড়া আধুনিক হাসপাতাল এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে। তার ফর্সা বর্ণ গায়ের রং, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।
এ ব্যাপারে নিখোঁজ তানভীর আহম্মেদের বাবা মো: জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর জয়পুরহাট থানায় জিডি করেন । আদরের ছেলেকে ৫ দিন ধরে তাদের কাছে না পেয়ে বাবা-মা ও আত্মীয় স্বজন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পাগল প্রায়। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ বা সন্ধান পেয়ে থাকেন তাহলে স্থানীয় থানায় অথবা ০১৭১৯-৩২৯৯৪৪ অথবা ০১৭৫৯-৪৪৬১৩১ নম্বরে খোঁজ দেওয়ার আকুল আবেদন জানিয়েছে তার অভিভাবকরা।
এ ব্যাপারে জয়পুরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ স্কুল ছাত্র তানভীর আহম্মেদের সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।